আগামী ঈদে মোবাইল অ্যাপসে ট্রেনের টিকিট

আগামী রোজার ঈদের আগেই ট্রেনের টিকিটের জন্য মোবাইল অ্যাপস চালু করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে মোবাইলের নতুন এই অ্যাপসের মাধ্যমেই ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন ঘরমুখো যাত্রীরা।

আজ রোববার দুপুরে রেলওয়ের এই উদ্যোগের কথা জানিয়েছেন রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন। আগামী মাসের মাঝামাঝিতেই এই অ্যাপ উদ্ধোধন করার সম্ভাবনার কথাও জানান মন্ত্রী।

এর আগে আজ সকাল ১১টায় রাজধানীর রেল ভবনে ট্রেনের ডিজিটাল টিকেটিং অ্যাপের কার্যক্রমের বিষয়ে বৈঠক করে সংশ্লিষ্ট পক্ষগুলো। উক্ত বৈঠক শেষে দুপুর ১টায় সাংবাদিকদের অ্যাপসের কথা জানান রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধ করার জন্য পরীক্ষামূলকভাবে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে সাতটি আন্তঃনগর ট্রেনের টিকেট কাটার ব্যবস্থা করেছিলাম। এর ইতিবাচক ফল পেয়েছি। হয়রানি কমেছে। তাই ঈদের আগে সকল ট্রেনেই টিকেট কাটতে ন্যাশনাল আইডি রাখা বাধ্যতামূলক করছি। এতে ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধ হবে। আসন্ন ঈদকে সামনে রেখে এখনি প্রস্তুতি নিতে হবে। এজন্য একটি অ্যাপ তৈরির কাজও চলছে। এপ্রিল মাসের মাঝামাঝি অ্যাপটি উদ্বোধন করা হবে। ঈদে যাত্রীরা ট্রেনের টিকেট অ্যাপের মাধ্যমে বসেই সংগ্রহ করতে পারবেন।’

অ্যাপ ডেভেলপারদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দেশের সব মানুষ এখনো অ্যান্ড্রয়েড ফোন বা আধুনিক মোবাইল ব্যবহার করছেন না। ফলে কেউ যদি চান কাউন্টার থেকেও টিকেট কাটতে পারবেন, সে ব্যবস্থা রাখতে হবে। আর অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিয়েই ট্রেনের টিকেট কাটতে হবে এ বিষয়টি নিশ্চিত করতে হবে। ট্রেনে যেসব খাবারের ব্যবস্থা থাকবে তার মেন্যুও থাকতে হবে অ্যাপেই।’

এ সময় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ট্রেনের যাত্রীদের হয়রানি রোধে, টিকেট জালিয়াতি বন্ধ করতেই তৈরি করা হচ্ছে একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে সহজে ঝামেলাবিহীনভাবে ট্রেনের যাত্রীরা টিকেট কাটতে পারবেন। এই অ্যাপে রেলমন্ত্রী মহোদয়ের কিছু সাজেশন আছে। এগুলো অ্যাপে সংযোজন করতে হবে। আশা করছি প্রযুক্তি ব্যবহার করে একটি ঝামেলামুক্ত ট্রেন সেবা যাত্রীদের দেয়া সম্ভব হবে অতি শিগগিরই।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top