অবশেষে প্লে-অফে ঢাকা

খুলনা টাইটান্সকে হারিয়ে শেষ দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লে-অফ নিশ্চিত করলো গতবারের রানার্স-আপ ঢাকা ডায়নামাইট। আজ টুর্নামেন্টের ৪২তম ও লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে হারায় খুলনা টাইটান্সকে। এই জয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের চতুর্থস্থানে উঠে প্লে-অফ নিশ্চিত করলো ঢাকা। আর রান রেটে পিছিয়ে থাকায় বিদায় নিলো রাজশাহী কিংস।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যায় টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় খুলনা। ওপেনার জুনায়েদ সিদ্দিকী ২ রান করে ফিরেন। তিন নম্বরে নামা ইংল্যান্ডের ডেভিড মালান দুই অংকে পৌঁছানোর আগেই ৭ রানে থেমে যান। তবে এরপরের ব্যাটসম্যানরা দু’অংকে পৌঁছাতে পারলেও বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ১৮, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১৪, নাজমুল হোসেন শান্ত ২৪, আল-আমিন-তাইজুল ইসলাম ১২ রান করে করেন।

শেষ দিকে, ১টি করে চার ও ছক্কায় ২৭ বলে অপরাজিত ৩০ রান করে খুলনা সম্মানজনক স্কোরে নিয়ে যান দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৩ রানের সংগ্রহ পায় খুলনা।

ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও সাকিব আল হাসান।

প্লে-অফ নিশ্চিতের জন্য ১২৪ রানের টার্গেটে ভালোই শুরু করেন ঢাকার দুই ওপেনার শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। মাত্র ১৬ বল মোকাবেলা করে ৪৩ রান বোর্ডে জমা করেন তারা। এরমধ্যে ২টি চার ও ৪টি ছক্কায় ১৩ বলে ৩৫ রান করে সাদ্দামের বলে থামেন নারাইন।

ব্যাটিং অর্ডারে নিজেকে তিন নম্বরে উঠিয়ে এনে আজ নিজেকে মেলে ধরতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। ৬ বলে মাত্র ১ রান করে ফিরেন তিনি। চার নম্বরে নামা মিজানুর রহমানও ব্যর্থ হয়েছেন। রানের খাতাই খুলতে পারেননি তিনি। সতীর্থদের যাওয়ার আসার মাঝেও এক প্রান্ত আগলে রানের চাকাল সচল রেখেছিলেন থারাঙ্গা। তবে দলীয় ৮৮ রানে থেমে যেতে হয় তাকেও। ৪টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ৪২ রান করেন থারাঙ্গা।

এরপর দলের জয় নিশ্চিতের দায়িত্ব নেন উইকেটরক্ষক নুরুল হাসান ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। পঞ্চম উইকেটে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তারা। নুরুল ২৭ ও পোলার্ড ৯ রানে অপরাজিত ছিলেন।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন উপুল থারাঙ্গা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top