মোবাইলে ঝগড়ার পর মোবাইল সেট ভেঙে ফেলে ফাঁস দিয়ে সেতু (২২) নামের ময়মনসিংহের ভালুকার এক তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের কলেজপাড়ার তারা মিয়ার বাসায় এ ঘটনা ঘটেছে।
নিহত সেতু ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ির জনৈক লতিফ সিকদারের মেয়ে। তিনি তার মা-বাবার সঙ্গে তারা মিয়ার বাসার চতুর্থতলায় ভাড়া থাকতেন।
মা লাভলী বেগম পুলিশকে জানিয়েছেন, সকালে তাদের মেয়ে সেতু অজ্ঞাত কারো সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে মোবাইল সেট ভেঙে ফেলেন। পরে কোনো এক সময় ঘরে গিয়ে ভিতর থেকে দরজা আটকিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয়।
মধুপুর থানার এসআই হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেতু নামের ওই মেয়েটি চার বছর আগে স্বামীকে ডিভোর্স দিয়ে মা-বাবার সঙ্গে থাকতেন। ওই সংসারে তার একটি সন্তান আছে। কৃত্রিম চুল তৈরি করে তারা বিদেশি কোম্পানিতে সরবরাহের কাজ করেন বলে জানা গেছে। অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে মূলরহস্য উদঘাটন হবে বলেও জানান তিনি।